পাবনার ঈশ্বরদী উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে যেন হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় ঈশ্বরদীতে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঈশ্বরদীতে মৃদু তাপমাত্রা বিরাজ করায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে শিশু ও বয়স্করা গরমে বেশি কষ্ট পাচ্ছেন। অনেক বাড়িতে সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল ইসলাম রঞ্জন বলেন, মঙ্গলবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। প্রায় প্রতিদিনই তাপমাত্রা বেড়েই চলছে।