সোমবার , ১০ এপ্রিল ২০২৩ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে ২৫৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ১০, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

ঈশ্বরদীতে মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১০ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে, পরিষদ মিলনায়তনে ২৫৮ জন শিক্ষার্থীরহাতে এসব ট্যাব তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি, এম, রাহসিন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ওয়াহেদুজ্জামান প্রমুখ।

পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, জনশুমারীর কাজে ব্যবহার করা এসমস্ত ট্যাব ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ