ঈশ্বরদীতে স্বস্তির বৃষ্টি ঝরেছে। দীর্ঘ তাপদাহের অবসান ঘটিয়ে সোমবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ঈশ্বরদীতে ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি থেকে ৩৪ দশিমক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
এর আগে বিকেল ৫টা থেকে ঈশ্বরদীতে বাতাস শুরু হয়। বাতাসের সঙ্গে মাঝে মাঝে মেঘের গর্জন শোনা গেছে। বাতাস আর মেঘের গর্জনের কয়েক ঘণ্টা পড় ঝরতে থাকে শালা বৃষ্টি এরপর স্বস্তির বৃষ্টি।বৃষ্টিপাতের কারণে উপজেলার অনেক এলাকা প্রায় ৫/৬ ঘন্টা বিদুৎবিহিন ছিল।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরদীতে সন্ধ্যার আগ মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়। সন্ধ্যার কিছুক্ষণ পরও বৃষ্টিপাত হয়। এ সময় ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আকাশে মেঘ রয়েছে। রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে।