পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে কাটা পড়ে সাজাহান আলী (৫২) নামে খাদ্যগুদামের একজন প্রহরী নিহত হয়েছেন। সোমবার সকালে ঈশ্বরদী রেলওয়ে গেটে এ দুর্ঘটনা ঘটে।
সাজাহান আলী পাবনার বেড়া উপজেলার আমিনপুর ঘোপশিরন্দা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি ঈশ্বরদী খাদ্যগুদামের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে ভাঙা অভিমুখী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেলস্টেশন থেকে ছেড়ে রেলগেট অতিক্রম করছিল। রেলগেট বন্ধ থাকলেও সাজাহান ট্রেন আসার মুহুর্তে দৌড়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পা পিছলে পড়ে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করতে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।