পাবনার ঈশ্বরদীতে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্লাস্টিক পণ্য ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার নতুন রূপপুর গ্রামের সামিমুল হক বিপ্লবের প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কারখানা মালিক সামিমুল হক বিপ্লবের ছোট ভাই হাবিবুর রহমান হাবিব বলেন, আগুনে নগদ তিন লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ঈশ্বরদী ইপিজেট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আরিফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্লাস্টিকের পণ্যসামগ্রী ও কারখানার যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কারখানার প্লাস্টিক পণ্য ও যন্ত্রপাতি পুড়ে গেছে।