সোমবার , ৮ আগস্ট ২০২২ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে স্বর্ণের দোকানের দেয়াল ভেঙে চুরি

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৮, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ
ঈশ্বরদীতে স্বর্ণের দোকানের দেয়াল ভেঙে চুরি

১৫ ভরি সোনা ও ৩০০ ভরি রূপার গহনা চুরি


ঈশ্বরদী উপজেলার সাঁহাপুর ইউনিয়নে মোল্লা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৭ আগস্ট) দিনগত রাতের কোনো এক সময় সাঁহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে জনতা ব্যাংকের সামনের দোকানটিতে এ ঘটনা ঘটে।

মোল্লা জুয়েলার্সের মালিক আশরাফুল ইসলাম মারুফ জানান, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি ও তার কর্মচারীরা। এরপর রাতের কোনো এক সময় দোকানের পেছনের গেট ভেঙে ভেতরে ঢোকে চোরের দল। চোরের দল দোকানে থাকা সিন্দুকের তালা ভেঙে ১৫ ভরি সোনার গহনা, ৩০০ ভরি রূপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সোমবার সকালে এসে দোকান খুলে এ অবস্থা দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দোকান মালিক মারুফ আরও বলেন, আমার দোকান থেকে সোনা ও রূপার গহনা চুরি হয়েছে। যার দাম প্রায় ১০ লাখ টাকা। এ ব্যাপারে আমি মামলা করব।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!