বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ
ঈশ্বরদী সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

ঈশ্বরদী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর এস এম রবিউল ইসলাম

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে ঈশ্বরদী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দেওয়া হয়।

প্রফেসর এস এম রবিউল ইসলাম ইতোপূর্বে সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৩ সালে তিনি ১৪তম বিসিএস-এর মাধ্যমে সরকারি কলেজে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ১৯৮৭ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

জানা যায়, তিনি ঝিনাইদহ উত্তর নারায়ন পুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসএসি পাশ এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

প্রফেসর এস এম রবিউল ইসলাম একাধারে প্রাবন্ধিক, গবেষক ও গ্রন্থ লেখক। নবনিযুক্ত অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম জানান কলেজের শিক্ষার মান উন্নত করতে ভূমিকা রাখতে চাই। সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ