শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

মাতৃছায়া কিন্ডারগার্ডেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ২৮, ২০২৩ ৬:৩৮ পূর্বাহ্ণ
মাতৃছায়া কিন্ডারগার্ডেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাতৃছায়া কিন্ডারগার্ডেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার আলহাজ্ব ক্যাম্পে অবস্থিত বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

অনুষ্ঠানের প্রথমার্ধে মাতৃছায়া কিন্ডারগার্ডেনের পরিচালক ও ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ মহাসিনের সভাপতিত্বে ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম. শহিদুজ্জামান নাসিম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক সমিতির ঈশ্বরদী উপজেলা শাখার সাধারন সম্পাদক মুক্তার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হেলাল উদ্দীন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিএস মাসুদ রানা সহ আমন্ত্রিত অতিথি, সাংবাদিকবৃন্দ, অভিভাবকের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতায় দৌড়, মোরগ লড়াই, ভারসাম্যের দৌড়, অংকের দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিলে বল নিক্ষেপসহ ২০টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী,অভিভাবক ও অতিথিসহ প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশ নেয়। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, দেশের গান, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ