বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. দাশুড়িয়া
  14. ধর্ম
  15. নির্বাচন

ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের সঙ্গী হলেন যারা

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ২৪, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের সঙ্গী হলেন যারা

বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তার আগে সেলেসাওরা নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে।

তবে ব্রাজিলের এই দলে চমক নেই খুব একটা। অনুমিত একাদশটা নিয়েই মাঠে নামছে দলটি। নেইমার আছেন অবধারিতভাবেই। আছেন ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়ুসও। তবে অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসকে দলে রাখেননি কোচ।

গোলবারের নিচে কোচ তিতের প্রথম পছন্দ অ্যালিসন বেকারকেই। রক্ষণে দুই অভিজ্ঞ সেন্টার ব্যাক থিয়াগো সিলভা আর মারকিনিয়োসকে রাখবেন তিনি। দুই ফুলব্যাক হিসেবে থাকবেন দানিলো আর অ্যালেক্স সান্দ্রো।

মিডফিল্ডে আছেন ক্যাসেমিরো, সঙ্গে আছেন লুকাস পাকেতাও। সেলেসাওরা আজ নামছে চার ফরোয়ার্ড নিয়ে। সেই চার ফরোয়ার্ড হলেন– নেইমার, রাফিনিয়া, ভিনিসিয়াস ও রিচার্লিসন।

ব্রাজিল খেলবে ৪-২-৩-১ ছকে। যেখানে ডাবল পিভোটে থাকবেন পাকেতা আর ক্যাসেমিরো। তাদের সামনে নেইমার থাকবেন আক্রমণ গড়ে দেওয়ার দায়িত্ব নিয়ে। রাফিনিয়া আর ভিনিসিয়াসকে রাখা হয়েছে দুই উইংয়ে, সামনে সেন্টার ফরোয়ার্ড হিসেবে দেখা যাবে রিচার্লিসনকে।


ব্রাজিলের একাদশ:
অ্যালিসন;
দানিলো, সিলভা, মারকিনিয়োস, সান্দ্রো;
পাকেতা, ক্যাসেমিরো;
রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়াস;
রিচার্লিসন।


 

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!