রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ফলোআপ : ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ৯, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
ফলোআপ : ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেফিন ইসলাম আরিফুর (২৬) নামের আরেক ছাত্রলীগ নেতা মারা গেছেন।‌ এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩জনে। নিহতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।

শনিবার (০৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফুর। এর আগে শনিবার সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস কুমার সান্যাল বলেন, রবিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ (২৭), একই উপজেলার মোল্লাবাজার গ্রামের শফিকুল ইসলামের ছেলে মুদি ব্যবসায়ী ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ইশতিয়াক আহমেদ আশিক (২৮) ও জুমাইনগর গ্রামের বাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন ইসলাম আরিফুর (২৬)।

এদের মধ্যে গতরাতের দুর্ঘটনায় সালাউদ্দিন ঘটনাস্থলে এবং আশিক রাজশাহী নেওয়ার পথে মারা যায়।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে মৌসুমী পরিবহনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>