সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী-যারা কখনও বিএনপি করেনি তারাই আজ বিএনপির নেতা : সিরাজুল সরদার

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ২২, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
ঈশ্বরদী-যারা কখনও বিএনপি করেনি তারাই আজ বিএনপির নেতা : সিরাজুল সরদার

আগামিদিনে আমরা বড়বড় নেতা ও এমপি হতে চাইনা, আমরা জনগনের দুঃখ লাঘবের জন্য এই সরকারের পতন চাই বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার ( ২২ আগস্ট ) বিকেলে ঈশ্বরদী ইপিজেডের সামনে ঈশ্বরদী উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব খাইরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার,লক্ষিকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান,মুলাডুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সেন্টু সরদার,মানিক মিয়া,শিশির মাহমুদ,শরিফুল ইসলাম বাবু,সোহেল রানা,কবীর আহমেদ,আব্দুস সাত্তার বিশ্বাস, এনামুল হক, আতিয়ার রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে ইপিজেড রোডে বিক্ষোভ মিছিল বের করা হয়।


প্রধান অতিথি আরো বলেন, যারা কখনও বিএনপি করেনি তারাই আজ বিএনপির নেতা। হাবিবুর রহমান হাবিব আজ বিএনপির নেতা। তারা আজ কোথাও আন্দোলনের ডাক দেননি। আমরাই আজ পাবনা জেলাতে আন্দোলনের ডাক দিয়েছি।

তিনি বলেন, নিত্য পণ্যের দামের কারণে আজ সাধারণ মানুষের মুখের দিকে তাকানো যায়না। আজ যারা হাবিবুর রহমান হাবিবের সাথে বিএনপি করছেন তারা প্রকৃত পক্ষে বিএনপির নেতা না। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, নিত্যপণ্যের দাম এতই বেশী যে,শ্রমিক ভাইরা বাজারে গেলে তাদের চেহারা কালো হয়ে যায়। সারা বিশ্বে তেলের দাম কম হলেও এদেশে তেলের দাম অনেক বেশী ।


সিরাজ সরদার বলেন, আমি আজ আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি আপনাদের দুঃখ দেখে। আমরা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য। তিনি বেগম খালেদা জিয়া ও জাকারিয়া পিন্টুসহ মিথ্যা মামলায় আটককৃত সকল নেতাদের মুক্তির দাবি জানান।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>