বুধবার , ২৭ জুলাই ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে রেলওয়ে কোয়ার্টার ও জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২৭, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
ঈশ্বরদীতে রেলওয়ে কোয়ার্টার ও জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে রেলওয়ে কোয়ার্টার অবৈধভাবে দখল ও রেলের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে।

বুধবার (২৭ জুলাই) বিকেল ৩টায় শহরের পশ্চিমটেংরীর কাচারীপাড়া, বাবুপাড়া, কড়ইতলা ও স্টেশন রোডের ফকিরের বটতলা কোয়ার্টারে এ অভিযান চালানো হয়।

অভিযানে ১২ জন অবৈধ দখলদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দখলদারদের উচ্ছেদের জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদিপ্ত দেবনাথ, সহকারী প্রকৌশলী (আইডব্লিউ) তৌহিদুল ইসলাম সুমন, আরএনবির নিরাপত্তা ইনচার্জ ফিরোজ আহমেদ প্রমুখ।


রেলওয়ে সূত্রে জানা যায়, পাকশী বিভাগীয় রেলের আওতায় ২১ টি জেলা রয়েছে। ২১ জেলা মিলে প্রায় ২০ হাজার রেলের কোয়ার্টার আছে। ঈশ্বরদীতেই প্রায় আটশো রেলওয়ে কোয়ার্টার আছে। জানা যায়, ঈশ্বরদী শহরে রেলওয়ের কোয়ার্টার অবৈধভাবে দখল করে দখলদাররা বসবাস করছে। এছাড়াও রেলের জায়গায় বসতবাড়ি ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। এসব অবৈধ দখলদারদের নোটিশ ও মাইকিং করে দখলমুক্ত করার নির্দেশ দেয়া হলেও তারা কর্ণপাত করেনি। ফলে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।


পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, রেলওয়ের জমিতে নির্মিত অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>