রবিবার , ১২ জুন ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১২, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে স্পিড ব্রেকার দেখতে না পারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী হাসান রিঙ্কু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাঁউদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিঙ্কু ওই ইউনিয়নের চানমারি গ্রামের আনোয়ারুল ইসলাম ফটিকের ছেলে। সে পাকশী বিভাগীয় রেলওয়েতে চুক্তি ভিত্তিক ট্রলিম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রিঙ্কু। পথে সাঁড়া ঝাউদিয়া সড়কে থাকা স্পিড ব্রেকারে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় অপমৃত্যুর মামলা হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ