বুধবার , ২২ জুন ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়সহ ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২২, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়সহ ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত আঞ্চলিক সড়ক উন্নতকরণ কাজের অংশ হিসেবে রাস্তার দু’পাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

আজ বুধবার (২২ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু করে সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া বাজার এলাকা পর্যন্ত রাস্তার দু’পাশের ছোট দোকান, অফিস, উচ্ছেদ করা হয়।
অভিযানে সওজ পাবনা বিভাগের আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র আলহাজ্ব মোড়, শহরের পোস্ট অফিসের সামনে, রেলগেট, বিমানবন্দর সড়ক, উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া বাজার এলাকায় সওজের জায়গা দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর ইউসুফ আলী প্রধান বলেন, আলহাজ্ব মোড়ে অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলীকে উচ্ছেদ অভিযান দু’দিন পর করার জন্য সময় চাওয়া হয়েছিল। তবে অনুরোধ করে কোনো লাভ হয়নি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান বলেন, ‘উচ্ছেদ অভিযানে ছাত্রলীগ কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। কার্যালয়ের আসবাবপত্র আগেই সরিয়ে নেওয়া হয়।

ঈশ্বরদী পৌরসভার পৌর মেয়র ইছাহক আলী মালিথা জানান, একাধিকবার উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছিল। আগে থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। সড়ক উন্নতকরণের কাজ শুরু হওয়ার কারণে হয়ে যাওয়ায় উচ্ছেদ অভিযান ঠেকানো সম্ভব হয়নি।

সওজ পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্বরত) আবুল মনসুর আহমেদ বলেন, ঈশ্বরদী থেকে বানেশ্বর পর্যন্ত আঞ্চলিক সড়কের উন্নতকরণ কাজের অংশ হিসেবে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর আগে অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ ও মাইকিং করে সতর্ক করা হয়েছিল।

ভিডিও: পরীক্ষামূলক

 

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>