বুধবার , ১৮ মে ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদী-এবার কোরবানির পশুহাটে উঠবে ২৫ মণের ‘রাজা বাবু’

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১৮, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
ঈশ্বরদী-এবার কোরবানির পশুহাটে উঠবে ২৫ মণের ‘রাজা বাবু’

এবার কোরবানির পশুহাটে উঠবে বিশালাকৃতির ষাড় ‘রাজা বাবু’। হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের ‘রাজা বাবু’র ওজন ২৫ মন। দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা। রাজা বাবুকে দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে।

ঈদুল আজহাকে সামনে রেখে ঈশ্বরদী উপজেলার অরণকোলা গ্রামে ‘ওয়ান স্টপ ক্যাটল র‌্যান্স’ ডেইরি ফার্মে প্রায় ১০০ ষাড় গরু পালন করা হচ্ছে। কোরবানির জন্য প্রস্তুত করা এসব গরুর মধ্যে সবচেয়ে বড় ‘রাজা বাবু’।

ওয়ান স্টপ ক্যাটল র‌্যান্স ডেইরি ফার্মের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া সোহান বলেন, ‘রাজা বাবু’ এবার কোরবানির ঈদের জন্য স্পেশাল। তাকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য লোক নিয়োগ দেওয়া হয়েছে। রাজা বাবুকে দিনে দুবার গোসল, নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানো ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আশা করছি রাজা বাবুকে পাঁচ লাখ টাকায় বিক্রি করতে পারবো।

তিনি আরও বলেন, ‘আমাদের নিজস্ব আরও চারটি ডেইরি ফার্ম রয়েছে। এসব ফার্মে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ছোট-বড় শত শত গরু রয়েছে। শুধু কোরবানির ঈদে বিক্রির জন্য আলাদাভাবে ১০০ গরু প্রস্তুত করা হয়েছে। এসব গরু দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি হবে।’

সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইনেও এসব গরু বিক্রি করে ওয়ান স্টপ ক্যাটল র‌্যান্স ডেইরি ফার্ম। করোনার কারণে গত দুই বছর অনলাইনে সবচেয়ে বেশি গরু বিক্রি হয়েছে।


২০১৮ সাল থেকে গরু ব্যবসার ধরন পাল্টে গেছে। গত তিন বছরে এখানে প্রায় ৫০টি ডেইরি ফার্ম গড়ে উঠেছে। আধুনিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে নির্মিত এসব ডেইরি ফার্মে প্রতি বছর হাজার হাজার গরু লালন পালন করা হয়। ঈদকে সামনে রেখে এসব ডেইরি ফার্মে বড় বড় গরু পালন করা হয়েছে।-অরণকোলা গ্রামের আলমগীর হোসেন আলম


ঈশ্বরদীর অরণকোলা উত্তরাঞ্চলের অন্যতম পশুর হাট হিসেবে পরিচিত। অরণকোলা গ্রামে প্রায় ৫০টি ডেইরি ফার্ম গড়ে উঠেছে। এসব ডেইরি ফার্মে দেশি-বিদেশি হাজার হাজার গরু পালন করা হয়। ঈদকে সামনে রেখে প্রতিটি ডেইরি ফার্ম এখন কোরবানির গরুতে ভরপুর।

কোরবানির পশু পালনকারী ডেইরি ফার্মগুলোর ব্যাপারে সবসময় খোঁজখবর রাখা হচ্ছে জানিয়ে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন বলেন, বিশেষ করে অরণকোলা হাট ও হাটের পার্শ্ববর্তী ডেইরি ফার্মগুলো সার্বক্ষণিক দেখভালের জন্য একজন টেকনিশয়ান রয়েছেন। খামারিদের প্রশিক্ষণের পাশাপাশি গরুর প্রজনন, বিনামূল্য ও স্বল্পমূল্যে ঘাস কাটার মেশিন, ভ্যাকসিন, ওষুধ সরবরাহ করা হচ্ছে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ