বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাৎ: ৬ প্রকৌশলীর জামিন বাতিল কেন নয়

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ১৩, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাৎ: ৬ প্রকৌশলীর জামিন বাতিল কেন নয়

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হাউজিং এস্টেট (গ্রিন সিটি) বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার করে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রকল্পের ছয় প্রকৌশলীর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ এপ্রিল) প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় ছয় প্রকৌশলীর জামিন বাতিল চেয়ে দুদকের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছয় প্রকৌশলী হলেন, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তাহাজ্জুদ হোসেন, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. রওশন আলী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম ও সাবেক সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট শাহীন আহমেদ।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমির উদ্দিন মানিক বলেন, গত বছরের ১৭ জুন বিচারিক আদালত ওই ছয় প্রকৌশলীর জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন। পরে তাদের জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে তাদের জামিন কেন বাতিল করা হবে না, সে মর্মে আজ রুল জারি করেন হাইকোর্ট।

মামলার অভিযোগে বলা হয়, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হাউজিং অ্যাস্টেটের (গ্রিন সিটি) আওতায় প্রতি ইউনিট ১২৫০ বর্গফুটের ৬ ইউনিট বিশিষ্ট ২০ তলা ফাউন্ডেশনের ২০ তলা ভবন নং-১ এর কিছু সিভিল এবং কিছু ই/এম ওয়ার্কসহ ৯২টি আইটেম সংগ্রহকালে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গ করে ৮,১২,৭৯,৯৫০ (আট কোটি বারো লাখ ঊনআশি হাজার নয়শত পঞ্চাশ) টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় করা মামলায় উল্লিখিত ছয় প্রকৌশলীর জামিন বাতিল চেয়ে দুদকের রিভিশন আবেদনের শুনানি নিয়ে জামিন বাতিল প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>