মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

সবাইকে বই কেনার আহ্বান জানালেন নুরুজ্জামান বিশ্বাস এমপি

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ১৫, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
সবাইকে বই কেনার আহ্বান জানালেন নুরুজ্জামান বিশ্বাস এমপি

উজ্জল প্রধান : ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের রাজাপুরে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবারও জমে উঠেছে ৬ দিনব্যাপী রাজাপুর একুশে বইমেলা। ২২তম এই আসর শুরু হয়েছে ১১ই মার্চ শুক্রবার ও শেষ হবে বুধবার।

মেলার পঞ্চম দিন গতকাল মঙ্গলবার মেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, বুদ্ধি এবং মেধা বিকাশের জন্য বেশি বেশি করে বই পড়া সকলের উচিত।
এ সময় তিনি সবাইকে বই কেনার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা, কৃষকলীগ সভাপতি মুরাদ মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সাংবাদিক মোস্তাক আহম্মেদ কিরণ, খন্দকার মাহবুবুল হক দুদু, মহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, জিল্লুর রহমান প্রমুখ।

একুশে গ্রন্থাগারের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারের আয়োজনটাও অনেক বেশি বর্ণীলসাজে সজ্জিত।

মেলার ৫ম দিন মঙ্গলবার রাত ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বইমেলার মুল মঞ্চ, খাবারসামগ্রী, প্রসাধনীসহ গ্রাম্য মেলার পসরায় সেজেছে সীমান্তবর্তী রাজাপুর এলাকা। এবং বইয়ের ৪৮টি স্টল রয়েছে ঈশ্বরদীর মুলাডুলি অঞ্চলে। এ যেন দুই অঞ্চলের মানুষের এক সুতোয় গাঁথা মিলনমেলার পসরা।

মেলার পুরো অংশ জুড়েই রয়েছে নারী-পুরুষ ও শিশুদের আনন্দ উৎসবের সরব উপস্থিতি।

মেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক জানান, মেলায় প্রতিদিনই থাকছে দুই জেলার বিশিষ্টজনদের উপস্থিতি, বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

একুশে গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, বইমেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় রয়েছে সিসি ক্যামেরা, শতাধিক স্বেচ্ছাসেবী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>