বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

সিনেমায় সংবাদ পাঠিকা রেহনুমা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
সিনেমায় সংবাদ পাঠিকা রেহনুমা

সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা হলেন রেহনুমা মোস্তফা। চিত্রনায়ক মামনুন ইমনের বিপরীতে ঢালিউডে অভিষেক ঘটতে যাচ্ছে তার। সিনেমার নাম ‘লকডাউন লাভস্টোরি’। আগামী ৮ মার্চ ওটিটি এবং প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির বিষয় নিশ্চিত করেছেন পরিচালক শাহ আলম মণ্ডল।

গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ মিলনায়তনে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনীতে আসা অতিথিরা ছবিটি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিকে প্রথম ছবি মুক্তির খবরে উচ্ছ্বসিত নবাগত এই নায়িকা।

রেহনুমা গণমাধ্যমকে বলেন, ‘করোনাকালে মানুষের জীবন ও চারপাশের পরিবেশকে কেন্দ্র করে একটি বিশেষ চলচ্চিত্র তৈরি হয়েছে। আমি সেটির অংশ হতে পেরেছি, এটা নিঃসন্দেহে ভালো লাগার। ভালো ভালো গল্পে নিজেকে উপস্থাপন করতে চাই।

অন্যদিকে রেহনুমাকে নায়িকা নির্বাচিত করা প্রসঙ্গে পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘আমি এই চলচ্চিত্রের জন্য একেবারে নতুন একজনকে খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে এক দিন রেহনুমাকে পাই। আমার চরিত্রটির সার্থক রূপায়ণ করেছেন তিনি।

পরিচালকের ভাষ্য, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। প্রিমিয়ারে আমন্ত্রিত অতিথিরা ছবিটি দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। সবার এই ভালো লাগা আমাকে সাহস দিয়েছে, অনুপ্রাণিত করেছে।

প্রসঙ্গত, ৯ বছর ধরে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন রেহনুমা। পাশাপাশি টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে।

এর আগে সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা হয়েছেন শবনম বুবলী। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমা। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে ঢালিপাড়ায় শক্ত অবস্থান গড়ে তুলেছেন সময়ের জনপ্রিয় এই নায়িকা।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>