বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

মেটাল নিরীক্ষণে সার্টিফিকেশন পেলেন রূপপুর প্রকল্পের ১১ বিশেষজ্ঞ

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১০, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
মেটাল নিরীক্ষণে সার্টিফিকেশন পেলেন রূপপুর প্রকল্পের ১১ বিশেষজ্ঞ

সম্প্রতি রাশিয়ার ‘এইউসি স্নিটমাস’ সার্টিফিকেশন সেন্টার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিশেষজ্ঞদের জন্য ধাতুর ডেস্ট্রাকটিভ ও নন-ডেস্ট্রাকটিভ পরীক্ষার বিষয়ে একটি সার্টিফিকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছে।

রাশিয়ায় আয়োজিত দুই মাসব্যাপী এই প্রোগ্রামে তাত্ত্বিক জ্ঞান; ভিজ্যুয়াল ও ডাইমেনশনাল, আল্ট্রাসাউন্ড এবং এডি-কারেন্ট পদ্ধতিতে ব্যাবহারিক দক্ষতা; এবং এক্সামিনেশন বোর্ড কর্তৃক গৃহীত সাক্ষাৎকারের ফলাফলের ওপর ভিত্তি করে ১১ বাংলাদেশীকে দু’টি ক্যাটাগরীতে সার্টিফিকেশন প্রদান করা হয়। ইচঠত সার্টিফিকেশন প্রাপ্তরা মেটাল পরীক্ষার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত দিতে না পারলেও ঝচঠত সার্টিফিকেশন ধারীরা চুড়ান্ত সিদ্ধান্ত দেবার ক্ষমতা রাখবেন।

আল্ট্রাসাউন্ড গবেষণা পদ্ধতি ও মেট্রোলজি বিষয়ক স্নিটমাস ল্যাবরেটরীর সিনিয়র গবেষক লুভব ভারোনকোভা জানান, “আমরা দুই মাস ধরে অংশগ্রহণকারীদের তিনটি ধাপে যাচাই-বাছাই করেছিঃ তাত্ত্বিক জ্ঞানের পরিধি, দু’টি নমুনার ওপর ব্যাবহারিক দক্ষতা এবং ইন্টারভিউ”।

এইউসি স্নিটমাস ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রসাটম মেশিন তৈরী বিভাগ এটমএনার্গোমাসের একটি প্রতিষ্ঠান। গত ৪০ বছর ধরে বিভিন্ন শিল্প ক্ষেত্রে ধাতুর ডেস্ট্রাকটিভ ও নন-ডেস্ট্রাকটিভ পরীক্ষা বিষয়ে বিশেষজ্ঞদের সার্টিফিকেশন প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। পারমাণবিক শিল্পে এমপ্লয়ীদের সার্টিফিকেশনের ক্ষেত্রে এটি শীর্ষস্থানীয় হিসেবে বিবেচিত।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ