বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১০, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক বিদ্যুৎ টাওয়ার নির্মাণ শ্রমিক জাফর আলীর (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারি ) বিকালে পাবনা- দাশুড়িয়ার মহাসড়কস্থ ঈশ্বরদী দাশুড়িয়ার তেঁতুলতলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে।নিহত জাফর ঈশ্বরদীর মুলাডুলির বেতবাড়িয়া গ্রামের আকমাল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় নিজ বাড়ি থেকে জাফর মোটর সাইকেল চালিয়ে দাশুড়িয়া মোড় হয়ে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়ায় যাচ্ছিলেন। এই সময় ঘটনাস্থলে পৌছালে পাবনার দিক থেকে দাশুড়িয়ার দিকে আসা ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক আহত জাফরকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার সান্যাল মুঠোফোনে বলেন, লাশ পুলিশে হেফাজতে রয়েছে। পরিবার থেকে অভিযোগ দায়ের করা হলে লাশ মর্গে প্রেরণ করা হবে। ওসি আরো বলেন, ঘাতক ট্রাক ও চালক পলাতক। ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটর সাইকেলটি উদ্ধার করে থানা আনা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ