রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. তারুণ্য
  12. দাশুড়িয়া
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পাকশী

৪.০৮ নিয়ে পাস করেছেন পূজা চেরি

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
৪.০৮ নিয়ে পাস করেছেন পূজা চেরি

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ৪.০৮ নিয়ে পাস করেছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) এই ফল প্রকাশ করা হয়। পূজা চেরি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন।

এই ফল পেয়েও দারুণ খুশি পূজা। বলেন, ‘পরীক্ষার আগে আমি টানা শুটিং করেছি। তারপর পরীক্ষায় অংশ নিয়েছি, স্বাভাবিকভাবে এই ফলে আমি সন্তুষ্ট। বাবা-মা, পরিবারের সবাই খুশি। তবে মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।’
পূজা আরও জানিয়েছেন, ভবিষ্যতে আইন নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। সামনে সেভাবেই পরিকল্পনা সাজাবেন।

উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শান’ ও ‘হৃদিতা’। সম্প্রতি তিনি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার। যেখানে তার নায়ক রোশান।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!