বিজয় দিবসের সূবর্ণজয়ন্তীতে ঈশ্বরদী প্রেসক্লাবের পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ‘মহিউদ্দিন স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
এসময বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদ আহম্মেদ।
সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।
এসময় জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, জাহিদ হোসেন বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম,সিনিয়র সাংবাদিক এম এ কাদের, সাংবাদিক ময়নুল ইসলাম লাহেড়ী মিন্টু , সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, স্বকাল বাংল ‘র সম্পাদক মিশুক প্রধান, পদ্মার থবর পত্রিকার আমিরুল ইসলাম রিংকু, প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবিব, ক্রিড়া সম্পাদক আমিরুল ইসলাম, দৈনিক জনতার প্রতিনিধি আক্তারুজ্জামান মিরু, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি শহিদুল্লাহ খান, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আসিফ জামান, দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, জিটিভি’র প্রতিনিধি নাসিম আহমেদ, সংবাদ ভুমি’র খালেদ মাহমুদ সুজন, জাগ্রত সকালের শিশির মাহমুদ, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি রাসেল আলী, দৈনিক সত্যের সকালের প্রতিনিধি উজ্জল প্রধান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি তুহিন হোসেনসহ স্থানীয় পত্রিকার সম্পাদক, প্রেসক্লাব ও কল্যাণ সংস্থার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।