রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ট্রেলারে জমজমাট সিনেমার আভাস দিলো ‘শান’

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ১৯, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ

সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। এর আগে টিজার প্রকাশ হলেও এবারের প্রচার ভিডিওটি আরও আকর্ষণীয় ও উত্তেজনায় ভরপুর।

ছবিতে মানবপাচারের বিরুদ্ধে লড়া একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সিয়াম আহমেদকে। এটি মুক্তি পাবে আগামী বছরের ৭ জানুয়ারিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সিনেমার ট্রেলার উন্মুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন অভিনেতা সিয়াম ও সিনেমার পরিচালক এম রাহিম।

ট্রেলারে মূল গল্পকে তুলে আনতে ব্যয় হয়েছে প্রায় মিনিট খানেক সময়। এরপর অ্যকাশন অবতারে একের পর এক দৃশ্য ও সংলাপে মাতিয়েছেন সিয়াম। অনুমান করা যায় এই সিনেমা দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এই নায়ক।

সিনেমার ট্রেলারে দেখা গেছে তাসকিন রহমান ও মিশা সওদাগরকেও। এক ঝলকের জন্য হাজির হয়ে আগ্রহ বাড়িয়েছেন ছবির নায়িকা পূজা চেরিও।

সিনেমাটি নির্মিত হয়েছে ফিলম্যান প্রডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিম উদ দৌলা।

এতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>