বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ১৫, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

মহান বিজয় দিবসের সূবর্ণজয়ন্তীতে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা জনতার ঢলে পরিণত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের পোষ্ট অফিস মোড়ে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

প্রাণবন্ত এই শোভাযাত্রায় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনতা অংশগ্রহন করেন। সাঁড়া, পাকশী, সাহাপুরের চেয়ারম্যানদের নেতৃত্বে বিপুল সংখ্যক এলাকার মানুষ শোভাযাত্রায় সামিল হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণের সময় পথচারী ও দোকানদাররা অংশ নিলে শোভাযাত্রায় জনতার ঢল বয়ে যায়। শোভাযাত্রা পুরাতন বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাম মিন্টু’র নের্তৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, নবনির্বাচিত সাঁড়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাকশীর চেযারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাহাপুরের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাস, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা, স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহব্বায়ক সজিব মালিথা, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসসহ পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>