শনিবার , ২৭ নভেম্বর ২০২১ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. তারুণ্য
  12. দাশুড়িয়া
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পাকশী

সর্বশেষ রাত ১২টা-ঈশ্বরদীতে শীত উপেক্ষা করে চলছে বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকদের পাহারা

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ২৭, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
সর্বশেষ রাত ১২টা-ঈশ্বরদীতে শীত উপেক্ষা করে চলছে বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকদের পাহারা

রাত পোহালেই ভোট। রাতের আঁধারে কেন্দ্র দখল, ভোট কেনাবেচা ঠেকাতে পাহারা দিচ্ছেন বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকেরা। ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন আজ শনিবার রাত আটটা থেকে এ দৃশ্য দেখা যাচ্ছে।
আগামীকাল রোববার তৃতীয় ধাপে বদলগাছীর আটটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীর সমর্থকেরা নিজ নিজ এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের উৎকণ্ঠা বাড়ছে।


ঈশ্বরদীর ৭ টি ইউনিয়নে মোট
ভোটার সংখ্যা ২১২৬২৪ জন


সরেজমিনে আজ রাতে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, রাত আটটার পর থেকেই স্ব স্ব প্রার্থীর সমর্থকেরা তাদের এলাকার গুরুত্বপূর্ণ স্থানে জোট বেঁধে পাহারা দিচ্ছেন। মোটরসাইকেল নিয়েও টহল দিতে দেখা যাচ্ছে অনেককে। রাত ১২টা বাজতেই পাহারা আরো দ্বিগুন বৃদ্ধি পায়। যাতে ভোট কেনা বেচা না হয়। অপরিচিত কাউকে দেখলে যাচাই করা হচ্ছে তিনি কার সমর্থক।

বিশেষ করে সাহাপুর, ছলিমপুর, সাঁড়া, লক্ষীকুন্ডা এই ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের আলোচনার সঙ্গে সমান তালে আলোচনায় রয়েছে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদ প্রার্থীরা। রাত জেগে ভোট পাহারা দেওয়া হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে সাঁড়ার আড়্মবাড়িয়া ছোট পাড়া গ্রামের এক মেম্বার প্রার্থীর সমর্থকেরা বলেন, ভোটের আর মাত্র এক দিন বাকি। তাই শেষ মুহূর্তে কেউ যেন তাদের পক্ষের ভোটারদের টাকার লোভ বা ভয়ভীতি দেখিয়ে স্বার্থ উদ্ধার করতে না পারে সে জন্যই এ পাহারা। কারণ আমরা চাই একজন ভালো মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক।

ঈশ্বরদী উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১২৬২৪ জন। পুরুষ ভোটার ১১১১৫১ জন নারী ভোটার ১০১৪৭৩ জন। এর মধ্যে সাঁড়া ইউনিয়নে পুরুষ ভোটার ১১৬১২ জন নারী ভোটার ১০৯৯৭ জন। পাকশী ইউনিয়নে পুরুষ ভোটার ১৬৯৬১ জন নারী ভোটার ১৬১৮৬ জন। সলিমপুর ইউনিয়নে পুরুষ ভোটার ২২০৮৫ জন নারী ভোটার ২০৩৭৯ জন। লক্ষীকুন্ডা ইউনিয়নে পুরুষ ভোটার ৯৮০৯ জন নারী ভোটার ৮৭৯৩ জন। দাশুড়িয়া ইউনিয়নে পুরুষ ভোটার ১০২২২ জন নারী ভোটার ১২৭২২ জন। মুলাডুলি ইউনিয়নে পুরুষ ভোটার ১৭০৬০ জন নারী ভোটার ১৩৯৮৭ জন ও সাহাপুর ইউনিয়নে পুরুষ ভোটার ২০৪০২ জন নারী ভোটার ১৮৪০৯ জন। ভোটারদের জন্য সাতটি ইউনিয়নে সম্ভাব্য ৮১ টি কেন্দ্রে ৬৮১ টি বুথে ভোট নেয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!