দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ক্যান্সারের সঙ্গে যারা যুদ্ধ করছেন তাদের উৎসর্গ করা হবে।
বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) প্রতি সমর্থন জানিয়ে বিসিবি বিশেষ এই উদ্যোগ হাতে নিয়েছে। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ক্যান্সার যোদ্ধাদের উৎসর্গ করার ম্যাচ হিসেবে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে।
২০১৯ সালের ডিসেম্বরে ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে কার্যক্রম শুরু করে ব্যানক্যাট। এই স্বেচ্ছাসেবী সংস্থা ক্যান্সার প্রতিরোধ, গবেষণা, শিক্ষা, এডভোকেসি ও সেবার মাধ্যমে ক্যান্সার দূরীকরণের লক্ষ্যে কাজ করে চলেছে। এবার তাদের কার্যক্রমকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়াল বিসিবি।
বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টাইগাররা নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ক্যান্সার-যোদ্ধাদের উৎসর্গ করায় বাংলাদেশ হতে চলেছে ইতিহাসের সাক্ষী। কাল (আজ) বিকাল চারটায় এই ম্যাচ দেখতে ভুলবেন না। এই নিঃস্বার্থ উদ্যোগ যেন সবাইকে ক্যান্সার আক্রান্ত জনগোষ্ঠীর জন্য এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে, কারণ আমরা প্রত্যেকেই কারও না কারও জীবন পরিবর্তনের সামর্থ্য নিয়ে জন্ম নিয়েছি।’
বিসিবির মহান উদ্যোগের ম্যাচটি নিশ্চয়ই স্মরণীয় এক জয়ে রাঙানোর প্রত্যাশায় থাকবে টাইগাররা- এমনটাই দেশের ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা।
আরো পড়ুন-
টি–টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল