ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ফজলুর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারারক্ষীদের দেওয়া তথ্যমতে, ফজলুর কয়েদি হিসেবে গাজীপুরের কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। সোমবার রাতে তিনি অসুস্থবোধ করলে কারারক্ষী আবুল কালাম আজাদ তাকে ঢামেকে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফজলুরকে মৃত ঘোষণা করেন। ফজলুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসাতাল মর্গে রাখা আছে।