সোমবার , ৪ জুলাই ২০২২ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে ভেজাল গুড়ের কারখানা সিলগালা, মালামাল জব্দ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৪, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

ঈশ্বরদীতে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেকারি ও মুদি দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে ঈশ্বরদী শহরের পিয়ারাখালী এলাকায় সাহারা ব্রেড অ্যান্ড বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে ফ্যাক্টরি মালিক জাহাঙ্গীর হোসেনকে ২০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মসলা বিক্রির অভিযোগে ঈশ্বরদী বাজারের মুদি দোকান আকবর স্টোরের স্বত্বাধিকারী সামিউল বাসিদ সেতুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাঝদিয়া গ্রামের সাগর হোসেনের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ বস্তা চিনি জব্দ ও কারখানা সিলগালা করা হয়। অভিযানের গাড়ি দেখে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যান।

পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ