ছবিতে গ্রামীণ জীবন
প্রকাশিত হয়েছেঃ ০৪:২২ PM, ১০ অক্টোবর ২০২২
পানিতে নেমে পাটের আঁশ ছাড়াতে ব্যাস্ত কৃষক। ঈশ্বরদী-ঢাকা রেলপথের মুলাডুলি থেকে ছবিটি তুলেছেন টিপু সুলতান
কলের লাঙলের দাপটে বলদ দিয়ে হালচাষ আগের মতো হয় না। কালের স্বাক্ষী হালের বলদের ছবিটি পাবনার ঈশ্বরদী থেকে তুলেছেন টিপু সুলতান।
বিলের কম পানিতে দেশীয় মাছ ধরার জন্য খলসুন কিনে নিয়ে বাড়ি যাচ্ছে মৎস্য শিকারিরা। পাবনার চাটমোহরের রেলস্টেশন এলাকা থেকে ছবিটি তুলেছেন টিপু সুলতান।