ঈশ্বরদী বাজারের মনির প্লাজার আমব্রেলা ব্র্যান্ডের ম্যানেজার রাজু আহম্মেদ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পর উপজেলা সদরের শেরসাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী আমব্রেলা ব্র্যান্ডের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কহিনুর বলেন, রাজু তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলেন, তখন এ ঘটনা ঘটে। তিনি দাবি করেন, রাজুর কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, এখন তিনি হাসপাতাল ওয়ার্ডে ভর্তি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, এই অজ্ঞান পার্টির সঙ্গে কারা জড়িত, তাদের অনুসন্ধানে নেমেছে থানা-পুলিশ।