কয়েক মাস বিরতির পর নতুন গান নিয়ে হাজির হলেন বর্তমান সময়ের ব্যস্ত ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঈশ্বরদীর ছেলে সোহেল মেহেদী। বুধবার (২৫ মে) ‘ফুটন্ত ফুল’ শিরোনামে গান ও ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানের কথা ও সুর করেছেন মাহমুদ জুয়েল। ভিডিও নির্মাণে করেছেন এলান।
গানটি প্রকাশের পর বিশেষ করে ঈশ্বরদীতে ব্যাপক হারে তরুণ-তরুণীদের শুনতে এবং গাইতে শোনা যায়। বৃহস্পতি এবং শুক্রবার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন বিয়ে বাড়িসহ অনুষ্ঠান গুলোতে বাজাতে শোনা গেছে।
নতুন গানটি নিয়ে সোহেল মেহেদী বলেন, গানটি তরুণ প্রজন্মের শ্রোতাদের পছন্দের কথা বিবেচনা করে গাইলাম। যারা একটি ফাস্ট বা মজার গান শুনে থাকেন। এও বলতে পারেন নাচানাচি করে শোনার মতো একটি গান। বিশেষ করে কনসার্টে দর্শকরা এই ঘরানার গান খুবই পছন্দ করেন। আমার মনে হয় শ্রোতারা গানটি পছন্দ করবেন।
এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘বুকের ভেতর কষ্ট’। ২০০০ সালে সঙ্গীতা থেকে এটি প্রকাশিত হয়। পরবর্তীতে ‘অভিমানী ফিরে আসোনি’, ‘ইচ্ছে করে’, ‘তুমি বড় স্বপ্ন বিলাসী’, ‘মেঘের ভাজে’ ও ‘কথা দাও’ নামে অ্যালবামগুলো প্রকাশিত হয়েছে। অজয় কুমার দাশ, অর্ধেন্দু ব্যানার্জি, তপন কুমার ভট্টাচার্য’র কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন সোহেল মেহেদী। তিনি প্রথম প্লে-ব্যাক করেন ‘পুলিশ অফিসার’ চলচ্চিত্রে।