শুক্রবার , ৮ এপ্রিল ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, ২ জন অসুস্থ

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ৮, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, ২ জন অসুস্থ

ঈশ্বরদীতে পানিতে ডুবে সিয়াম হোসেন (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এক খামারির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার দুই বন্ধু পানিতে ডুবে অসুস্থ হয়।

সিয়াম হোসেন মানিকনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং মানিকনগর সরদারপাড়ার জুয়েল মাহমুদের ছেলে। তার দুই বন্ধু আশিক (১২) ও আকাশকে (১২) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল জানান, সিয়াম শুক্রবার বেলা ১১টার দিকে তার তিন বন্ধুর সঙ্গে মানিকনগর গ্রামের খামারি নুরুন্নাহার বেগমের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সিয়ামসহ তিনজন পুকুরে নামে এবং এক বন্ধু পুকুরপাড়ে বসে ছিল। কিন্তু সাঁতার না জানায় ওই তিনজনই পুকুরের পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পুকুরপাড়ে থাকা ওই বন্ধু উদ্ধারের জন্য চিৎকার দেয়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে সিয়াম অজ্ঞান ছিল ও বাকি দুজন অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পরপরই এদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। তবে এ নিয়ে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!