বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ

ঈশ্বরদীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সব ধরনের কোটা বাতিলের দাবি জানানো হয়েছে। দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আয়োজিত এ মানববন্ধনে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কলেজ ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন করা হয়েছে।

ঈশ্বরদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. শফিকুল ইসলাম, দশর্ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভুক্তির সুপারিশ প্রত্যাখান করে নীতি নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যার যার মন্ত্রণালয়ের হাতে অর্পণ করতে হবে। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা বাতিল করে সব ক্যাডারের জন্য শতকরা ১০০ ভাগ পদ উন্মুক্ত রেখে সব বিষয়ে প্রশাসন ক্যাডারের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে সব ক্যাডারের সুযোগ-সুবিধা ও পদোন্নতির ক্ষেত্রে সমতা ও নায্যতা বজায় রাখতে হবে। দাবি না মানলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মুরারী মোহন দাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোছা. তহমিনা শারমিন, একই বিভাগের প্রভাষক জর্জিয়া খানম, দর্শন বিভাগের প্রভাষক মো. ইমরান আলী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফ হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক অসীম কুমার পাল ও বিশ্বজিৎ চন্দ্র সরকার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোছা. শারমিন আক্তার, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইদুর রহমানসহ প্রমুখ।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ