বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
অক্টোবর ১৭, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবক শান্ত হোসেন (২০) ও জরিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের আলহাজ্ব মোড় এবং উপজেলার সাহাপুর ইউনিয়নের চরসাহাপুর নতুন হাট মোড়ে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার আলহাজ্ব মোড়ে জরিনা বেগম নামে ওই বৃদ্ধা রাস্তা পারাপারের সময় অসাবধানতাবশত: ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত জরিনা বেগম উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের মৃত আনু ফকিরের স্ত্রী।

অপরদিকে বৃহস্পতিবার সকালে চরসাহাপুর নতুন হাট মোড়ে প্রাণ কোম্পানির শ্রমিক শান্ত হোসেন রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন। ওই সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শান্ত হোসেন নরসিংদী জেলার সদর উপজেলার রসুলপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ