রবিবার , ১১ আগস্ট ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
আগস্ট ১১, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

ঈশ্বরদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৯ আগষ্ট) শহরের কর্মকারপাড়া মাতৃ মন্দিরে বিএনপি নেতাদের সাথে হিন্দু সম্প্রদায়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহব্বান জানিয়ে বলেন, একটি গোষ্ঠী ছাত্র জনতার অর্জন এবং দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ইতোপূর্বে ঈশ্বরদীতে কোনদিনই মন্দিরে হামলা, হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে লুটপাঠ, নিপীড়নের ঘটনা ঘটেনি। আমরা সম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এই দেশ আমাদের সকলের, আমরা সকলেই এই দেশের নাগরিক। এখন দেশকে বাঁচাতে এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তি। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের নেতা বিকি আগারওয়াল।

সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক এস এম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব বিষ্টু সরকার, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন আলম, আতাউর রহমান পাতা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুনর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, যুবদল নেতা খোরশেদ আলম দিপু।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, ব্যবসায়ী আসাদ লিটন, পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক তাপস সাহা, হিন্দু মহাজোটের সভাপতি আশুতোষ পাল, সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, মন্দির কমিটির সভাপতি মিলন কর্মকার, সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, যুবদলের ডাবলু কুমার,ব্যবসায়ী অমূল্য কর্মকার, রমেন্দ্র নাথ রায় বেল্টু, সমর কর্মকার, উত্তম সাহা, হিন্দু মহাজোটের গোবিন্দ চৌধুরী ব্যবসায়ী মাধব চন্দ্র পাল, হিন্দু, বৌদ্ধা, খৃষ্টান ঐক্য পরিষদের গোপাল অধিকারি প্রমূখ।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!