শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে পুকুরপার থেকে ১৯৭১ সালের গ্রেনেড উদ্ধার

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ২, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

উদ্ধার করা গ্রেনেড ও গুলি।

পাবনা ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বড়ইচারা দক্ষিণপাড়া হোসেন আলীর পুকুরপারে অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টায় বগুড়া সেনানিবাসের বোম নিস্ক্রিকারী দল গ্রেনেডটি নিস্ক্রিয় করে।

ঘটনাস্থল থেকে ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭টি বুলেট, মেশিন গানের ৩টি অবিস্ফোরিত বুলেট, ৮টি বুলেটের খোসা, ৩টি কার্তুজ (বুলেটের লাইনার) রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুকুরপারে পলিথিনের মধ্যে গ্রেনেড ও গুলি দেখতে পায় স্থানীয়রা। নিরাপত্তার কথা বিবেচনা করে রাত সাড়ে ৮টার দিকে থানায় খবর দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি ঘিরে রাখে।

মনিরুল ইসলাম বোমা নিস্ক্রিয়কারীদের বরাত দিয়ে জানান, পলিথিনে মোড়ানো অবস্থায় হ্যান্ড গ্রেনেড ও উদ্ধার করা ২১ রাউন্ড বুলেট ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধের সময়কার। এগুলো কোনোভাবে সেখানে অবিস্ফোরিত অবস্থায় মাটিচাপা পড়েছিল। পুকুরপার ভেঙে সেগুলো বের হয়েছে। পরে বোম নিস্ক্রিয়কারী দল গ্রেনেডটি নিস্ক্রিয় করে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ