মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে মিটার চুরি : টাকা পাঠালে ফেরত পাওয়া যায় জঙ্গলে

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৪, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

ধানের চাতাল ও চালকল চোর চক্রের প্রধান লক্ষ্য। সুযোগ বুঝে তারা সেখান থেকে খুলে নেয় বৈদ্যুতিক মিটার। পলিথিনে মুড়িয়ে রেখে যায় মুঠোফোন নম্বর। ওই নম্বরে ফোন দিলে অপর প্রাপ্ত থেকে জানানো হয়, মিটার ফিরে পেতে চাইলে টাকা লাগবে। এরপর বিকাশে (মুঠোফোনে আর্থিক পরিষেবা) টাকা পাঠালেই মেলে মিটারের সন্ধান। আশপাশের কোনো এক জঙ্গলে মিটারটি রেখে যায় চোর চক্র।

এ রকমভাবে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে পাবনার ঈশ্বরদী উপজেলায়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দাশুড়িয়া, বহরপুর ও রামচন্দ্রপুর অনেক চালকল অবস্থিত। চলতি মাসে এসব এলাকা থেকে অন্তত ১৫টি মিটার চুরি হয়েছে। এর মধ্যে টাকা দিয়ে মিটার ফেরত পেয়েছেন নয়জন। প্রতিটি মিটার নিতে চার-পাঁচ হাজার টাকা দিতে হয়েছে।

মিটার চুরির অভিযোগে ১৩ অক্টোবর ঈশ্বরদী থানায় মামলা করেন দাশুড়িয়া গ্রামের দীপ্ত রাইচ মিলের মালিক আবদুর রাজ্জাক। মামলায় অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের আসামি করা হয়েছে। তবে পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি।

মামলার এজাহারে বাদী আবদুর রাজ্জাক বলেন, ৪ অক্টোবর রাতের কোনো একসময় তাঁর মিলের বৈদ্যুতিক মিটারটি চুরি হয়। ৫ অক্টোবর সকালে তিনি মিলে গিয়ে মিটারটি আর দেখতে পাননি। তবে মিটারের তারের সঙ্গে পলিথিনে মোড়ানো একটি চিরকুট পান। চিরকুটে একটি মুঠোফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছিল। নম্বরটিতে ফোন দিতেই ওপার প্রান্ত থেকে একজন নিজেকে চোর পরিচয় দিয়ে বলেন, ‘আপনার মিটারটি আমি চুরি করেছি। বিকাশে পাঁচ হাজার টাকা দিলে মিটারটি ফেরত পাবেন।’ তিনি চোরের কথা বিশ্বাস করে বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। এরপর আবার ফোন দিলে চোর তাঁকে মিটারের সন্ধান দেন। গ্রামের পাশের একটি জঙ্গল থেকে তিনি মিটারটি ফিরে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ থানায় মামলা করার পরামর্শ দেয়।

আবদুর রাজ্জাক বলেন, মিটার চুরির পর তাঁরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছিলেন। নতুন মিটারের জন্য বিদ্যুৎ অফিস ১২ হাজার টাকা করে দাবি করেছিল। কিন্তু চোরের কাছ থেকে তাঁরা ৫ হাজার টাকায় মিটার ফেরত পেয়েছেন।

চোর চক্রটি খুবই কৌশলী। তাদের ধরতে পুলিশের একটি দল কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা যাবে।
অরবিন্দ সরকার, ওসি, ঈশ্বরদী থানা

ছয়জন চালকলমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈদ্যুতিক মিটার চুরির চক্রটি খুবই দক্ষ ও প্রশিক্ষিত। মিল চলা অবস্থায়ও তারা মিটার চুরি করতে পারে। অনেক মিল চালু থাকা অবস্থাতেও মিটার চুরি হয়েছে। আবার কিছু মিলে সিসি ক্যামেরা ছিল। কৌশলে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মিটার চুরি করা হয়েছে। এই চুরির সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মীরা জড়িত থাকতে পারেন। বিষয়টি তাঁরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানালেও কোনো সাড়া পাননি।

উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মিলমালিক খাইরুল বাসার বলেন, চোর চক্রকে ধরা না গেলে চুরি বাড়তেই থাকবে। দ্রুত চক্রটিকে ধরে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর উপমহাব্যবস্থাপক কামাল হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও বেশ উদ্বিগ্ন। চুরির এসব ঘটনা নিয়ে আমরা থানা-পুলিশ ও র‌্যাব অফিসে জানিয়েছি।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
ঈশ্বরদীতে জুতা পায়ে শহীদ মিনারে ইউপি চেয়ারম্যান!

ঈশ্বরদীতে জুতা পায়ে শহীদ মিনারে ইউপি চেয়ারম্যান!

ঈশ্বরদীতে “সাপ্তাহিক সংবাদ সাতদিন” নামে নতুন পত্রিকার আত্নপ্রকাশ

ঈশ্বরদীতে কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন হাসপাতালে

ঈশ্বরদীতে কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন হাসপাতালে

‘মন্ত্রীর সুনজরে আসতে টিটিইকে তড়িঘড়ি বরখাস্ত’ : বরখাস্তকারী কর্মকর্তাকে শোকজ

‘মন্ত্রীর সুনজরে আসতে টিটিইকে তড়িঘড়ি বরখাস্ত’ : বরখাস্তকারী কর্মকর্তাকে শোকজ

ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুন্ড মালিনী উৎসব পালিত

ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুন্ড মালিনী উৎসব পালিত

আমাকে নিতে পারা দেশের পুরুষদের জন্য কঠিন : বাঁধন

বেপরোয়া গতির এক বছরে নিহত ১৫
ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ পরিবহন

বিএনপি বিদেশি প্রভুদের ইঙ্গিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : এমপি নুরুজ্জামান

বিএনপি বিদেশি প্রভুদের ইঙ্গিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : এমপি নুরুজ্জামান

তালহার বয়স ১০৭!

তালহার বয়স ১০৭!

ডিজেল-কেরোসিনের দাম বাড়ল লিটারে ১৫ টাকা

ডিজেল-কেরোসিনের দাম বাড়ল লিটারে ১৫ টাকা

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ