রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

পরিদর্শনে নয়, উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই মন্দিরগুলোতে এসেছি: গালিব শরীফ

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
অক্টোবর ২২, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ

শারদীয় দুর্গােৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে মন্দির গুলোতে এসেছি, পরিদর্শনে নয়। ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমাদের জন্ম এবং বসবাস একই দেশে। ঈদ উৎসবের মতোই শারদীয় উৎসবও আমাদের সবার। পৌর শহরের কর্মকার পাড়া শ্রী শ্রী মাতৃ মন্দিরে সংক্ষিপ্ত বক্তব্যে পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী গালিবুর রহমান শরীফ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সুন্দর পরিবেশ এবং সুশৃংখলভাবে শারদীয় দুর্গােৎসবের অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সকলের সামাজিক দায়বদ্ধতা থেকে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সরকারের নানামুখী উন্নয়নের বার্তা তুলে ধরেন গালিবুর রহমান শরীফ।

এ সময় কর্মকার পাড়া শ্রী শ্রী মাতৃ মন্দির কমিটির আহবায়ক মিলন কর্মকার, সদস্য সচিব ও সাংবাদিক দেবদুলাল রায়, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সচিব সুমন দাস, যুগ্ন-আবহবায়ক কমল কর্মকার, যুগ্ন-আবহবায়ক রাজেশ কুমার সরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!