বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদী থেকে ঢালারচর
ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৬, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

ঈশ্বরদী থেকে পাবনার ঢালারচর গামী ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর রেলক্রসিংয়ের আগে চন্ডিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহত মোমিন হোসেন (২৭) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় তারা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সাঁথিয়া থানা ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দিলে রেল পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দেবনাথ বলেন, দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ