মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ নির্বাচন : চেয়ারম্যান মেম্বারের হাতাহাতি

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ২৩, ২০২১ ৪:০৩ পূর্বাহ্ণ

ঈশ্বরদীর পাকশী ইউনিয়নে আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর সঙ্গে স্থানীয় ইউপি মেম্বার রিয়াজুল ইসলাম জুয়েলের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে দ্বিতীয় দফায় দুই মেম্বার প্রার্থীর মধ্যেও মারামারি হয়েছে। সোমবার পাকশীর রূপপুর বিবিসি বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিবিসি বাজারে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার রিয়াজুল ইসলাম জুয়েলের সঙ্গে একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহাবুল সরদারের মারামারির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় এমপি নুরুজ্জামান বিশ্বাস ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানান, মেম্বার প্রার্থী মাহাবুল সরদার পাকশীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ঘনিষ্ঠজন এবং বর্তমান মেম্বার রিয়াজুল ইসলাম জুয়েল পাকশীর বিদায়ী চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের আস্থাভাজন। মূলত এনাম-পিন্টু বিরোধের জেরে সোমবার দুপুর ১টার দিকে পাকশীর রূপপুর বিবিসি বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিবিসি বাজার এলাকায় বিক্ষোভ-মিছিল বের করে স্থনীয়রা। খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে পরিবেশ শান্ত হয়।

মেম্বার জুয়েল বলেন, তিনি বিদায়ী চেয়ারম্যান এনাম বিশ্বাসের লোক বলে তাকে নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু নানাভাবে হুমকি দেন এবং তার অনুসারী মেম্বার প্রার্থী মাহাবুল সরদার তাকে মারধর করেন।

চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু বলেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, এমপির হস্তক্ষেপে তা নিরসন হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ