বুধবার , ১ মার্চ ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী ইপিজেডে চীনা কোম্পানির ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ১, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ

চাইনিজ প্রতিষ্ঠান আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেড পাবনার ঈশ্বরদী ইপিজেডে ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে গত সোমবার ঢাকায় ঈশ্বরদী ইপিজেডে চীনা কোম্পানির ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং আইএইচএম কোম্পানির চেয়ারম্যান জু বিনবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের জন্য বার্ষিক ২৬ লাখ ৮৮ হাজারটি ওভেন টপস এবং ১ কোটি ৬ লাখ ৭০ হাজারটি নিট টপস ও প্যান্ট উৎপাদন করবে। আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেড ২ হাজার ৪৫৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

( বিজ্ঞপ্তি )

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>