ঈশ্বরদী থেকে প্রকাশিত পাঠক নন্দিত ‘সাপ্তাহিক জনদৃষ্টি’ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। বুধবার (১ মার্চ) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জনদৃষ্টি পত্রিকার উপদেষ্টা সদস্য অধ্যাপক উদয় নাথ লাহিড়ী।
ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, সহসভাপতি আ.ত.ম. শহীদুজ্জামান নাসিম, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি ঈশ্বরদী মহিলা কলেঝের অধ্যক্ষ মো. হামিদুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহসভাপতি মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা মুরাদ আলী মালিথা আলাচনা সভায় বক্তব্য রাখেন। সভা সঞ্চালনায় ছিলেন জনদৃষ্টি পত্রিকার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ঈশ্বরদী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ই.ম. শহিদুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, পৌরর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম. নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, এডুকেশন কেয়ার পরিচালক সাবিনা ইয়াসমিন, খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আবুল হাশেম, ডা. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, ব্যবসায়ী সেলিম রেজা, সাংস্কৃতিক কর্মী আব্দুস সাত্তার, শাহীন, শামীম, তরুণ, শুভ, আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক সম্পাদক মহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, প্রচার সম্পাদক টিপু সুলতান, নির্বাহী সদস্য আহসান হাবীব, ওহেদুজ্জামান টিপু, প্রেসক্লাব সদস্য আমিরুল ইসলাম, সাংবাদিক গোপাল অধিকারী, রিয়াদ, জিল্লুর রহমান, খালেদ মাহমুদ সুজন, সৌরভ কুমার দাস ও সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শুরুর আগে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের ও ঈশ্বরদী প্রেসক্লাবের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।