মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ২৭, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত

ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত। অন্য দিনের তুলনায় মঙ্গলবার বেশি কুয়াশা দেখা গেছে। উপজেলার সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে।

সোমবার মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো ঈশ্বরদী। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ২টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় কয়েক হাত দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। সকালে ট্রেন, বাস, ট্রাকসহ সব যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

এদিকে, ঘন কুয়াশা ও তীব্র শীতে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষরা বেশি দুর্ভোগে পড়েছেন। সড়কে মানুষের চলাচল কম হওয়ায় রিকশা ও অটোরিকশার যাত্রী তেমন নেই। চালকরা প্রচণ্ড শীত উপেক্ষা করে যাত্রীর আশায় সড়কে দাঁড়িয়ে আছেন।

সকাল ৮টা ১৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় চারদিক ঘিরে আছে। যাত্রীবাহী ও মালবাহী ট্রেন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল ইসলাম রঞ্জন বলেন, ঈশ্বরদীতে আজ (মঙ্গলবার) তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!