মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীর পদ্মায় নৌকাডুবি : ৫ জন উদ্ধার, নিখোঁজ ১

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১৮, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে নৌকাডুবির ঘটনায় শফিকুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এসময় স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মার সাঁড়াঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের রঞ্জু প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে ছয় ব্যক্তি নৌকায় চড়ে নদীতে ঘোরাফেরা করে সাঁড়াঘাটে ফেরার পথে হঠাৎ নৌকা ডুবে যায়। এসময় স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করলেও শফিকুল নিখোঁজ হয়।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার বলেন, নৌকাডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। রাত হয়ে যাওয়ায় ডুবুরি দল উদ্ধার অভিযান স্থগিত করেছে। কাল ফের অভিযান শুরু হবে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে সন্ধ্যা ৬টার দিকে পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। অভিযানে শফিকুলের সন্ধান পাওয়া যায়নি। আঁধার হয়ে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে ফের অভিযান চালানো শুরু হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!