সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

মাসব্যাপী নিউ এরা ফাউন্ডেশনে জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১৫, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
মাসব্যাপী নিউ এরা ফাউন্ডেশনে জাতীয় শোক দিবস পালন

বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন নানা কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

কর্মসূচির মধ্যে ছিল ১লা আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, ব্লাডগ্রুপিং, ডায়াবেটিস ক্যাম্প, বৃক্ষরোপন এবং বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার ( ১৫ আগস্ট ) দিনব্যাপী কর্মসূচিগুলো পালিত হয়।

সকালে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস রক্তের গ্রুপ নির্ণয় করে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌরমেয়র মোঃ ইছাহক আলী, ফাউন্ডেশনের পরিচালক মোঃ শফিকুল ইসলাম, উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের পরিচালক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিকেলে ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস।


১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের এক ঘৃণ্য দিন। এদিন ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধুকে স্বপরিবারে শাহাদাত বরণ করতে হয়। যুদ্ধবিধ্বস্থ দেশ গঠনে বঙ্গবন্ধু একটি সৎ, দক্ষ ও প্রশিক্ষিত জাতি গঠন করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
-মঞ্জুর রহমান বিশ্বাস


ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় এসময় সাদ্দাক আলী, এস এম জাহাঙ্গীর আলম, আঃ কুদ্দুস, সাহেব আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠসন্তানদের আত্মার স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!