বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

অবশেষে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৪, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
অবশেষে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া

দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ই-মেইলে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। গতকাল বুধবার তিনি দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে ই-মেইল করেন। তবে তাঁর পদত্যাগের বিষয়টি কাল শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, স্পিকারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কায় থাকা সিঙ্গাপুর দূতাবাসের মাধ্যমে তিনি (স্পিকার) গোতাবায়া রাজাপক্ষের দেওয়া পদত্যাগপত্র পেয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই চিঠির সত্যতা যাচাই ও সব আইনি বিষয় শেষ করে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে।

গতকাল সন্ধ্যায় স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের কাছে পাঠানো পদত্যাগপত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। যদিও গোতাবায়া স্পিকারের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে গতকাল বলেছিলেন, তাঁর সঙ্গে প্রেসিডেন্ট গোতাবায়ার টেলিফোনে কথা হয়েছে। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। গোতাবায়া তাঁকে বলেছেন, তাঁর অবর্তমানে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন। তিনি এ বিষয়ে গেজেটও জারি করেছেন।

এদিকে মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ টুইট করে জানিয়েছেন গোতাবায়া পদত্যাগ করেছেন।

টুইটে তিনি লিখেন, ‘প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেছেন। আশা করছি শ্রীলঙ্কা এখন এগিয়ে যেতে পারবে। আমি মনে করি তিনি এখনো শ্রীলঙ্কায় থাকলে পদত্যাগ করতেন না এবং প্রাণনাশের শঙ্কায় থাকতেন। আমি মালদ্বীপ সরকারের সুচিন্তিত পদক্ষেপের প্রশংসা করছি। শ্রীলঙ্কাবাসীর জন্য শুভকামনা রইল।’

এর আগে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান গোতাবায়া রাজাপক্ষে।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে উপস্থিত এএফপির সাংবাদিক জানান, গোতাবায়াকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছায়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ও দুই দেহরক্ষী ছিলেন।

মালদ্বীপ থেকে গোতাবায়া সিঙ্গাপুরে আসছেন এমন খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দরে ছুটে আসেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মীরা।

শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গোতাবায়া রাজাপক্ষে অল্প কিছু সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। গোতাবায়া মালদ্বীপে গেলে সে দেশে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁকে মালদ্বীপে আশ্রয় না দেওয়ার দাবি ওঠে তখন।

গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে গোতাবায়াদের মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ থেকে তাঁরা সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে ওঠা থেকে বিরত থাকেন। তাঁরা ব্যক্তিগত উড়োজাহাজে করে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে খবর বের হয়। শেষ পর্যন্ত তাঁরা সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে মালদ্বীপ ছাড়েন।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
ঈশ্বরদী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে তৃনমূল পছন্দের প্রার্থী মিলন চৌধুরী

ঈশ্বরদী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে তৃনমূল পছন্দের প্রার্থী মিলন চৌধুরী

ঈশ্বরদী বিমানবন্দর : আগ্রহ থাকলেও পাল্লা ভারী অনিশ্চয়তার

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুস সালাম খান

আকাশপথে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ভারী যন্ত্রপাতি পাঠালো রাশিয়া

আকাশপথে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ভারী যন্ত্রপাতি পাঠালো রাশিয়া

পাবনা জেনারেল হাসপাতালে এক সপ্তাহে ১০ শিশুর মৃত্যু

পাবনা জেনারেল হাসপাতালে এক সপ্তাহে ১০ শিশুর মৃত্যু

করোনা রোধে শপিংমল-রেস্তোরাঁয় মাস্ক পরা বাধ্যতামূলকসহ ৬ নির্দেশনা

করোনা রোধে শপিংমল-রেস্তোরাঁয় মাস্ক পরা বাধ্যতামূলকসহ ৬ নির্দেশনা

বাউয়েট এ “মোটিভেশনাল স্পিচ ও ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গালিব মনোনয়ন পাওয়ায় সাঁড়া ইউনিয়নে আনন্দ মিছিল

ঈশ্বরদীতে ছেলেকে মারধর করতে দেখে ‘হার্ট অ্যাটাকে’ মারা গেলেন মা

রূপপুর প্রকল্প : ২০ দিনেও ছিনতাই হওয়া দুই ট্রাক লোহার সন্ধান মেলেনি

রূপপুর প্রকল্প : ২০ দিনেও ছিনতাই হওয়া দুই ট্রাক লোহার সন্ধান মেলেনি

error: Content is protected !!