রবিবার , ২৬ জুন ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদী পৌরসভায় ৮৫ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৬, ২০২২ ১:২০ অপরাহ্ণ
ঈশ্বরদী পৌরসভায় ৮৫ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা

ঈশ্বরদী পৌরসভার সাড়ে ৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ জুন) বিকেলে পৌর মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।বাজেটে মোট আয় ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার ৪৯৭ টাকা এবং মোট ব্যয় ৮৪ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা ধরা হয়েছে। ১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৪৯৭ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা। বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান। সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।

বাজেট আলোচনায় অংশ গ্রহন করেন, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরন, সিনিয়র সাংবাদিক সেলিম সরদার, প্যানেল মেয়র আবুল হাসেম।

বাজেট সভায় সকল কাউন্সিলার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ