বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত বিএনপির ৯ নেতাসহ সব আসামি খালাস
ঈশ্বরদীর বিএনপির নেতাদের বাঁধভাঙ্গা উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির ৯ নেতাসহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ আনন্দে ঈশ্বরদী শহরসহ ইউনিয়ন ইউনিয়নে ঢাক ঢোল ও ব্যান্ডপার্টি নিয়ে রং ছিটিয়ে নেচে গেয়ে আনন্দ মিছিল ও বাঁধভাঙ্গা উল্লাস মেতেছেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করছেন। এছাড়াও রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা হাইকোর্টের সামনের সড়কে আনন্দ মিছিল করে ঢাকায় অবস্থানরত ঈশ্বরদীর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে আইনজীবী কায়সার কামাল শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী জামিল আক্তার এলাহী এবং এ এইচ এম কামরুজ্জামান মামুন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।

মৃত্যুদন্ডাদেশ থেকে খালাস পাওয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ছোট ভাই ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েল বলেন, সর্বপ্রথম আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি সার্বক্ষনিক এ মামলায় সহযোগিতা ও সুদৃষ্টি দিয়েছেন বলেই মিথ্যা মামলা থেকে সবাই খালাস পেয়েছেন। একই সঙ্গে তিনি এ মামলার পক্ষে থাকা সকল আইনজীবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান বলেন, শেখ হাসিনার মিথ্যা ও বানোয়াট একটি মামলায় সাড়ে ৫ বছর বিএনপির ৪৭ নেতাকর্মীরা কারাগারে ছিলেন। ট্রেনের কথিত হামলায় মামলায় একজন মানুষও আহত হয়নি। অথচ এ ফরমায়েসী মামলার রায়ে ৪৭ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠানোর মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়ার বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল। আজ বিএনপির সকল নেতাকর্মী নিদোর্ষ প্রমাণতি হয়ে খালাস পেয়েছেন।

এদিকে, রায় ঘোষণার পর দুপুর ১টার পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা পৌর শহরের রেলগেট চত্বরে সমবেত হতে থাকেন। সেখানে ঢাক-ঢোল বাজিয়ে ও রং ছিটিয়ে বিএনপির নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করতে থাকেন। আনন্দ মিছিলটি শহরের রেলগেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজারে প্রধান ফটকের সামনে সড়কে পথসভার মধ্যদিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ আতাউর রহমান পাতা, পৌর বিএনপি নেতা বিষ্টু সরকার, সাহাপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক সেন্টু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান, পাকশী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত এনামুল হক প্রমূখ।
অপরদিকে, রায় ঘোষণার পর পর একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করে বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা। এটি শহরের আলহাজ্ব মোড় থেকে শহর প্রদক্ষিণ করে বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে।

জানা যায়,এ মামলায় ২০১৯ সালের ৩ জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী। এ রায়ে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয় পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান আক্তার, সাবেক ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা নূরে আলম শ্যামল, বিএনপি নেতা শহিদুল ইসলাম অটলসহ ৯জনকে। ২৫জনকে যাবজ্জীবন ও ১৩জনকে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেনবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় ট্রেনে গুলিবর্ষণ ও বোমা হামলার অভিযোগে ঈশ্বরদী জিআরপি (রেলওয়ে পুলিশ) থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ