ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের বড়ইচারা মোড় ও মানিকনগরের সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেল এর সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আইকে রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিলেন উপজেলার সাহাপুর মন্ত্রীমোড় এলাকার রিপন (৩৫) নামে এক যুবক। সে সময় একটি শিয়াল একটি কুকুরকে তাড়া দিলে কুকুরটি দৌড়ে এসে রিপনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রিপন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
অপর ঘটনায় আইকে রোডের সলিমপুর ডিগ্রি কলেজের সন্নিকটে হোটেল ব্লু ক্যাসটেল এর সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।