বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে মাদক কারবার ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
জানুয়ারি ২, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

ঈশ্বরদীতে প্রতিবেশীর রমরমা মাদক ও দেহ ব্যবসাসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উচ্ছেদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১ জানুয়ারি) সকালে মানববন্ধনের আয়োজন করা হয় উপজেলার বড়ইচারা স্কুলপাড়া এলাকায়।

মানববন্ধনের একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মাদক কারবারি রেখা খাতুনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।

স্থানীয়দের অভিযোগ, দুই বছর আগে বড়ইচারা গ্রামের স্কুলপাড়া এলাকায় জমি কিনে বসতি শুরু করে মৃত মোতালেব প্রামাণিক এর স্ত্রী রেখা খাতুন। বাড়ি করার পর থেকেই সে প্রকাশ্যে মাদক ও দেহ ব্যবসা করে যাচ্ছে। তার ছেলে হৃদয় হোসেন বাড়িতে নিয়মিত মাদক সেবন ও এলাকার মেয়েদের নানাভাবে ইভটিজিং করে। আশপাশের যুবকদের অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্ল‍্যাকমেল করে টাকা দাবি করে। এসব অসামাজিক কার্যকলাপে এলাকার লোকজন বিভিন্ন সময় প্রতিবাদ করলে তাদের মামলা ও সন্ত্রাসী দ্বারা হামলার হুমকি দেয়। সে সময় আওয়ামী লীগের বড় বড় দলীয় নেতার যাওয়া-আসা ছিল তার বাড়িতে। থানায় অভিযোগ দিয়ে কোনো ফল পাইনি। বাধ্য হয়ে এলাকাবাসী মানববন্ধন করছে।

ইমারুল ইসলাম নামে একজন বলেন, আমার বাড়ির পাশেই রেখা খাতুনের বাড়ি। রাতভর তার বাড়িতে নারী ও মাদকের আসর বসে। আমাকে বাজে প্রস্তাব দিয়ে ব্ল‍্যাকমেল করে আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে বিচার ডেকে টাকা আদায়ের চেষ্টা করেছে। শুধু তার কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

সলিমপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিনারুল বিশ্বাস বলেন, রেখা খাতুন ও তার পরিবার গ্রামে নানা অপকর্ম শুরু করেছে। আমরা বাধ্য হয়ে মানববন্ধন করতে নেমেছি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ